রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ অপরাহ্ন
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইলের কৃতি সন্তান অর্থোপেডিক,ট্রমা,স্পাইন,ইলিজারভ ও ডিফরমিটি কারেকশন বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ এম কামরুজ্জামান মানিক এশিয়া প্যাসিফিক অর্থোপেডিক এসোসিয়েশন (APOA) কর্তৃক আমন্ত্রিত হয়ে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য কনফারেন্সে যোগদানের উদ্দ্যেশ্যে ৮ ই এপ্রিল রোজ মঙ্গলবার ২০২৫ ইং ঢাকা ত্যাগ করেন। আন্তর্জাতিক মানের এই কনফারেন্সে হালনাগাদকৃত জ্ঞান, উন্নত মানের শিক্ষা, ট্রমা,ডিফর্মিটি কারেকশন, ইলিজারভ পদ্ধতির যথাযথ কৌশল রোগীর যত্ন ও সেবা এবং পেশা দায়িত্বের ক্ষেত্র সমুহে আলোচনা হবে। এই কনফারেন্সে সারা বিশ্বের ৭০০ এর অধিক অর্থোপেডিক সার্জন অংশ গ্রহণ করবেন। সেখানে ডাঃ এম কামরুজ্জামান মানিক ৩ টি মৌলিক গবেষণা পত্র উপস্থাপন করবেন যা বাংলাদেশের।ভাবমুর্তি উজ্জ্বল করবে। উক্ত কনফারেন্স শেষে দেশে ফিরে উনি রোগীদের আরো উন্নত সেবা দিতে সক্ষম হবেন এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি সকলের নিকট দোয়া আরজি জানিয়েছেন। রোগীদের সাময়িক অসুবিধার জন্য দু:খ প্রকাশ করেছেন। তিনি ১৭ ই এপ্রিল দেশে ফিরে ১৯ শে এপ্রিল,২০২৫ হতে ইউনিভার্সেল হাসপাতাল,চরপাড়া, ময়মনসিংহে নিয়মিত রোগী দেখবেন বলে জানান।