মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বটিয়াঘাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। সোনারগাঁয়ে বাবাকে পিটিয়ে জখম করার দায়ে ছেলে গ্রেফতার। মহেরপুরের বারাদিতে আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারসহ দুজন গ্রেফতার ময়মনসিংহ মেডিকেল কলেজ(চরপারা)হাসপাতালের অবস্থা খুবিই খারাপ, বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনার প্রাণ গেল এক দিনমজুরের। অপকর্ম ঢাকতে লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে সেই তালার ইউএনও শেখ রাসেল। জুয়ার বিজ্ঞাপন প্রচার করে সমালোচনায় চুয়াডাঙ্গায় টিকটকার মাহফুজা। কিশোরগঞ্জে যশোদল পি,ডি,বি ৩৩/১১ কেভি উপকেন্দ্রে আগুন লেগে দুই জনের শরীর পুড়ে যায়, সৃজনশীল লেখক সংগঠন”নব ভাবনা লেখক ফোরাম” এর এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। কটিয়াদীতে বেকার যুবকের হাতে অটোরিক্সা তুলে দিলেন শিল্পপতি মাহমুদুল ইসলাম কিশোরগঞ্জের কটিয়াদীতে,

ময়মনসিংহ মেডিকেল কলেজ(চরপারা)হাসপাতালের অবস্থা খুবিই খারাপ,

নিজস্ব প্রতিবেদক, মোঃ মামুন ভুঁইয়া,

ময়মনসিংহ মেডিকেল
কলেজ চরপাড়া হাসপাতালে নানান ধরনের অনিয়ম টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে হয়। লিখা ১৫টাকা কিন্তু টিকেট ২০টাকা। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০টাকা,ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে ১জনের বেশি প্রবেশ করলে জন প্রতি ২০টাকা, ৫০টাকা হলে বেড আছে। না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ। এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে রোগী দেখবে।তারপর শুরু হবে পরিক্ষা। প্রথমে কমপক্ষে ৪টি পরিক্ষা সাথে ১বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরিক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে।
রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরিক্ষা দিবে।এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরিক্ষা দিবে।পরিক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে ১০০টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে।প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে।সব পরিক্ষা শেষ। এবার অপারেশন এর পালা।অপারেশন করতে ৬০০০ থেকে ৭০০০ টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে। যাহা অফেরতযোগ্য।অপারেশনে যদি রোগী মারা যায়। টাকা এবং মানুষ সব শেষ। হাতে ভিক্ষার বাটি।
আর অপারেশন যদি সাক্সেস হয়।অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে।দারোয়ানকে খুশি করতে হবে। এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে।রোগী সুস্থ্য। এবার রিলিস দেওয়ার পালা।নার্সকে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে লেংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে,আমি ও আমরা সবাই সাধু!!রুগীদের আত্মীয় স্বজনরা বলেন আমরা এই বিষয় টি কতৃপক্ষের সু দৃষ্টি আকর্ষণ করছি,

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।