সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম ওরফে বাদশা (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভোরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের দীননাথপুর গ্রামের বটতলাপাড়ার তোফায়েল হোসেনের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের (ইউপি) সদস্য সাইদুল ইসলাম দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শহিদুল ইসলাম ভ্যানযোগে ডিম, ছোলা সহ বিভিন্ন খাবার আইটেম বিক্রি করতেন। আজ শুক্রবার ভোরে পাখিভ্যানের চার্জার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তার দুই ছেলে এক মেয়ে। বড় ছেলেকে বিয়ে দিয়েছেন। তার উপার্জনেই চলতো চার সদস্যদের পরিবার। বাদ আছর জানাযার নামায শেষে দাফন সম্পন্ন করা হবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদকে বলেন, দীননাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আমার জানা নেই। সদর হাসপাতাল থেকে আমাকে জানানো হয়নি। বিস্তারিত খোঁজ নিচ্ছি।