শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
☕ অথই নূরুল আমিন 🖋
২০ এপ্রিল ২০২৫
দোকানদাররা এখন আর নেই আগের ধর্মে
তারাই এখন দুর্নীতির সাথে চলে মর্মে মর্মে
খরিদদারেরা লক্ষ্মী! বলত সব দোকানি
এখন আর তা নেই, দুধেও দিয়ে দেয় পানি।।
খরিদদারেরা আজকে যেন প্রতারণার শিকার
ভেজাল পণ্য,ওজনে কম, চলছে যেন অবিচার
আজ মিথ্যা বলা, দোকানিদের অভ্যাসে পরিণত
লক্ষ্মীর সাথেই অলক্ষণে, সব চলছে অবিরত।।
ব্যবসা বাণিজ্য যারা করছে,বলছে মন ভালো না
কেমনে থাকবে মন ভালো, করলে প্রতারণা?
বাদামওয়ালা, ফেরিওয়ালা বা বড় মহাজন
সবাই আজকে অসৎ হয়ে, লক্ষ্মী করছে বর্জন।।
দিবালোকে লক্ষ্মীর সাথে এ কেমন প্রতারণা
দিন দুপুরেও করছে তারা জ্যান্ত ছলনা
খরিদদার আর দোকানদার অন্তরাত্মা সঙ্গী
সেখানে কি হতে পারে, প্রতারণা আর ফাঁকি?
মানুষ হয়ে কেমনে তুমি করছো এমন কাজ
নষ্ট করছো নিজের ঈমান, নষ্ট করছো সমাজ
বিশ্বাস হচ্ছে অমূল্য ধন,যদি ধরে রাখতে পারেন
লক্ষ্মীর সাথে ওসব,প্রতারণা এবার সবাই ছাড়েন।।