বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
চুয়াডাঙ্গা দর্শনা থানাধীন তিতুদহ গ্রামের মোঃ জমির উদ্দিন এর ছেলে ভিকটিম মোঃ জিহাদ হোসেন (১৩) ২৯ মার্চ ২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় তার দাদার ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ে সরোজগঞ্জ বাজারে ঘুরতে যায়।সরোজগঞ্জ বাজার হতে আসামী বিল্লাল হোসেন ভিকটিমকে বলে সন্তোষপুর বাজারে ৬০০/- টাকার একটা বস্তার ভাড়া আছে চল দুই ভাই বস্তাগুলো নিয়ে এসে টাকা ভাগ করে নিব। আসামীর সাথে ভিকটিম ব্যাটারী চালিত পাখিভ্যান নিয়ে সন্তোষপুর বাজারের নিকট আসলে আসামী ভিকটিমকে বলে এখনো বস্তার দোকান খোলেনি চল দুই ভাই পেয়ারা খেয়ে আসি। আসামী ভিকটিমকে একটি পেয়ারা বাগানে নিয়ে গেলে ভিকটিম পেয়ারা না খেয়ে রাস্তায় ভ্যানের নিকট চলে আসলে আখ খাওয়ার কথা বললে ভিকটিম বলে ভ্যান চুরি হয়ে যাবে। তখন আসামী তার ভ্যানের সাথে ভিকটিমের ব্যাটারী চালিত পাখি ভ্যানটি বেধে রেখে ২৯ মার্চ ২০২৫ তারিখ বেলা অনুমান ১২:০০ ঘটিকায় রাস্তার পার্শ্বে জীবননগর থানাধীন একতারপুর গ্রামস্থ একতারপুর বাওড়ের পার্শ্বে আখ ক্ষেতে আখ খাওয়ার জন্য নিয়ে যায়। আখ ক্ষেতে নিয়ে গিয়ে আসামী ভিকটিমকে বলে তোর দাদার পাখি ভ্যানটা বিক্রি করে দুইজন ঈদের মার্কেট করব। ভিকটিম পাখি ভ্যানটি বিক্রয় করতে রাজি না হওয়ায় আসামী ভিকটিমের গলা চিপে ধরে মারধর করে শরীরের বিভিন্নস্থানে জখম করে জোরপূর্বক ব্যাটারি চালিত ভ্যানটি ছিনিয়ে নিয়ে চলে যায়। এ সংক্রান্তে জীবননগর থানার মামলা নং-০৯, তারিখ ১২/০৪/২৫ খ্রিঃ, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জীবননগর থানা মামুন হোসেন বিশ্বাস এর নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য গোপনে নিবিড়ভাবে তদন্ত শুরু করেন। তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১২ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ১৭:০০ ঘটিকায় এজাহারনামীয় আসামী বিল্লাল হোসেনকে দর্শনা থানাধীন তিতুদহ বাজার হতে গ্রেফতার করতঃ গ্রেফতারকৃত আসামীর নিকট হতে পাখিভ্যান বিক্রয়ের নগদ ১৪,৫০০/- টাকা উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে জীবননগর থানাধীন উথলী এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তে প্রাপ্ত আসামীদ্বয়কে গ্রেফতার করিয়া মোঃ নবীছদ্দিন@ভেলু নিকট হতে ছিনতাইকৃত ভ্যানের কাঠের বডি এবং মোঃ আব্বাস আলীর আঁখি সাইকেল ষ্টোর হইতে ০৪টি 120AH, 12 VOLT, DJDC চায়না কোম্পানীর Sub colloidstorage পুরাতন ব্যাটারী উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
ধৃত আসামীদের নাম ও ঠিকানাঃ
১। মোঃ বিল্লাল হোসেন (২২), পিতা-হাফিজুর রহমান, সাং-তিতুদহ মাঝেরপাড়া, থানা-দর্শনা
২। মোঃ নবীছদ্দিন@ ভেলু (৬৩),পিতা-মৃত তমেত মন্ডল, সাং-উথলী (ফার্মগেটপাড়া),
৩। মোঃ আব্বাস আলী (৪৩), পিতা-মোঃ আয়ুব আলী, সাং-উথলী (কামারপাড়া),
উভয় থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা।
উদ্ধারকৃত আলামতঃ
১। পাখিভ্যান বিক্রয়ের নগদ ১৪,৫০০/- টাকা।
২। পাখি ভ্যানের কাঠের বডি।
৩। ০৪টি 120AH, 12 VOLT, DJDC চায়না কোম্পানীর Sub colloidstorage পুরাতন ব্যাটারী।