রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
প্রতিবেদক: কাজল (ইব্রাহিম)
মাদারগঞ্জ উপজেলা বিএনপির অদম্য সাহসী ও সংগ্রামী নেতৃত্বের প্রতীক, তৃণমূল বিএনপির আস্থার ঠিকানা, দুঃসময়ে পরীক্ষিত নেতৃত্বদানকারী, অর্ধশতাধিক মামলার সাহসী মোকাবেলাকারী, বারবার কারানির্যাতিত এক সংগ্রামী নেতার নাম— মিজানুর রহমান রতন।
তিনি শুধু একজন পদপ্রার্থী নন— তিনি দক্ষিণ মাদারগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এক অবিচল ছায়া, তৃণমূল থেকে উঠে আসা হাজার হাজার কর্মী গঠনের কারিগর, যিনি সংকটে সাহস, সংগ্রামে শক্তি, এবং সংগঠনে গতিশীলতা এনে দিয়েছেন বারবার।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনের প্রতি অঙ্গীকার, এবং নেতৃত্বদানের অদ্বিতীয় দক্ষতার কারণে তিনি মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে যোগ্যতম প্রার্থী।
আসন্ন এই সম্মেলনে আপনার মূল্যবান ভোট ও সমর্থন দিন— মিজানুর রহমান রতনের পক্ষেই।
তাঁকে বিজয়ী করুন— মাদারগঞ্জ উপজেলা বিএনপিকে করুন আরো শক্তিশালী, সংগঠিত এবং ভবিষ্যতমুখী।