রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জে যশোদল পি,ডি,বি ৩৩/১১ কেভি উপকেন্দ্রে আগুন লেগে দুই জনের শরীর পুড়ে যায়, সৃজনশীল লেখক সংগঠন”নব ভাবনা লেখক ফোরাম” এর এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। কটিয়াদীতে বেকার যুবকের হাতে অটোরিক্সা তুলে দিলেন শিল্পপতি মাহমুদুল ইসলাম কিশোরগঞ্জের কটিয়াদীতে, জয়নগরে ২ কোটি টাকার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,দখল সূত্রে মালিকানা শাহাজান গংয়ের—সংঘর্ষের আশঙ্কা। চুয়াডাঙ্গায় পাখিভ্যানের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শহিদুলের। খুলনার ডুমুরিয়া উপজেলাবাসীর জলবদ্ধতা নিরসনে শৈলমারী নদী পরিদর্শন করেন-জেলা প্রশাসক। প্রধান উপদেষ্টা’র কার্যালয়ের অধিনে”মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা”হতে চান কবি অথই নূরুল আমিন। বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলির চাপে মুক্তি পেলেন সাংবাদিক টিপু,ফুলের মালায় বরণ। জেবি ব্রিকস ৩ লক্ষ টাকা জরিমান। দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ। দামুড়হুদার কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান ইনুসহ গ্রেফতার-৪

সৃজনশীল লেখক সংগঠন”নব ভাবনা লেখক ফোরাম” এর এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

স্টাফ রিপোর্টার :

সৃজনে স্বজন শ্লোগানকে ধারণ করে, আজকে লেখক ফোরাম নব ভাবনা’র ১ম বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে নব ভাবনা প্রকাশনার কেন্দ্রীয় কার্যালয়ে ( কথা সাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস মিলনায়তন ) ঢাকার মোহাম্মদপুর, বাবর রোডে, এক আলোচনা সভা এবং প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজকে দুপুর ১.০০ টায় কেক কাটা শুরুর মধ‍্য দিয়ে বিকাল ৫.৩০ পর্যন্ত বিভিন্ন আলোচনা চরে । উপলক্ষ ছিলো : ১ম বর্ষ পূর্তি লেখক ফোরাম নব ভাবনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, অমল সাহা, কবি, রম‍্যগল্পকার, অনুবাদক ও টিভি নাট‍্যকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,, জনাব, আব্দুল্লাহ আল অলিদ, প্রধান সম্পাদক, নব ভাবনা ( সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা )।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত , জনাব ইমরুল কায়েস, নব ভাবনা পরিবারের কর্ণধার প্রতিষ্ঠাতা নব ভাবনা ইয়ুথ ক্লাব এবং সুপ্রিম এ‍্যাম্বাসেডর, নব ভাবনা লেখক ফোরাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব অথই নূরুল আমিন, কবি কলামিস্ট ও সমাজ হিতৈষী। অনুষ্ঠানের মুল প্রবন্ধ পাঠ করেন, জনাব মনিরুল ইসলাম শ্রাবণ, এ‍্যাম্বাসেডর জেনারেল, নব ভাবনা লেখক ফোরাম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, জনাব দেবনাথ মন্ডল, ( জেলা এ‍্যাম্বাসেডর, লেখক ফোরাম, পিরোজপুর ) কবি অরবিন্দ পাল, বিভাগীয় এ‍্যাম্বাসেডর, ময়মনসিংহ বিভাগ। এছাড়া আরো বক্তব্য রাখেন, জনাব কবি কিবরিয়া লিপন, জনাব মুহিতুল ইসলাম মুন্না, জনাব মুমিনুল ইসলাম, জনাব কবি ফয়সাল আহমেদ, জনাব তারিকুল আমিন প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কৃতিত্ত্ব এবং আলোকিত জনদের জন‍্য একটি পুরস্কার ঘোষনা নিয়ে আলোচনা হয়। যেখানে প্রায় পনেরোটি ক‍‍্যাটাগরি থাকবে বলে প্রাথমিক আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নব ভাবনা লেখক ফোরামের দেশজুড়ে এবং বিভিন্ন জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।