বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
মোঃ মেহেদী হাসান মুন্না, বিভাগীয় ব্যুরো প্রধান, রাজশাহী:
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে এ কার্যক্রম পালিত হয়।
একদিনব্যাপী এ ক্যাম্পেইনে বিনামূল্যে প্রায় ১০০ জন শিক্ষার্থী তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করায়।
ক্যাম্পেইনের উদ্যোক্তা রাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের রহমান বলেন, ‘ছাত্র সংগঠনের মূল কাজ শিক্ষার্থীবান্ধব কর্মকান্ডে নিয়োজিত থাকা। চব্বিশের বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার প্রচেষ্টার ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষথেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয়ের উদ্যোগ গ্রহণ করি। এতে শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া পেয়েছি। প্রায় একশো শিক্ষার্থী আমাদের ক্যাম্পেইনের আওতায় রক্তের গ্রুপ পরীক্ষার করিয়েছেন। সবার রক্তের গ্রুপের তথ্য আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। কোনো মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে আমরা তাদের সাথে যোগাযোগ করবো।’
ক্যাম্পেইনে ব্লাড গ্রুপ টেস্ট করিয়েছে এমন শিক্ষার্থীদের মধ্যে একজন আইন বিভাগের অনন্যা বলেন, ‘আমার রক্তের গ্রুপ জানতাম না। আজ ক্যাম্পেইনের আওতায় রক্তের গ্রুপ জানলাম, এমন প্রশংসনীয় উদ্যোগে আমাদের সমর্থন সবসময় আছে। ছাত্রদলের পক্ষ থেকে গ্রহণ করা এই উদ্যোগকে আমি ইতিবাচকভাবে দেখছি। সত্যিকার অর্থে ছাত্র সংগঠনগুলোর এমন কর্মকাণ্ডই করা উচিৎ বলে মনে করি।’