শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ঢাকা সিটিসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে যানজট এ যেন উন্নয়নের বড়ো বাঁধা। জরুরি পদক্ষেপ প্রয়োজন। কিশোরগঞ্জে মাদক বিরোধী সমাবেশ নগুয়া বটতলা এলাকায় ৮ নং ওয়ার্ডে অনুষ্ঠিত। খুলনা কেএমপির খালিশপুর থানা পুলিশ চোরাই ইজিবাইকসহ ১ চোর আটক করেছে। আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ৬০ পিস ট্যাপেলসহ নারী আটক। ঘর পুড়ে যাওয়ায় বৃদ্ধা মহিলাকে নতুন ঘর উপহার দিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম। সড়ককে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের আয়োজনে জীবননগরে বাস,ট্রাক,মাহিন্দ্র,মাইক্রো,ইজিবাইক/থ্রি হুইলার চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ। মুন্সিগঞ্জে সাবেক এমপিসহ ৩২০ জনের নামে এফআইআরভুক্ত নতুন মামলা। থানায় আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশী সেবা পৌঁছে দিতে প্রতিটি থানায় QRT (Quick Response Team) গঠন ও মোটর সাইকেল প্রদান। প্রসঙ্গ:ঢাকা সিটি করপোরেশন,উত্তর সিটি-দক্ষিণ সিটি, হয়তো একটি করা হোক, নয়তো ভেঙ্গে চারটি। মাহেন্দ্র ও মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন আহত।

রাজশাহীতে ঝটিকা মিছিল, পুলিশের গাড়িতে হামলা-ভাংচুর,আটক ৫।

মোঃ মেহেদী হাসান মুন্না, বিভাগীয় ব্যুরো প্রধান, রাজশাহী:

রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই গাড়িতে দুইজন পুলিশ থাকলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

পুলিশ জানায়, মহিষবাথান এলাকায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রসার সামনে রাজপাড়া থানার ওসির গাড়ি রাখা ছিল। দুপুর আড়াই টার দিকে ১০ থেকে ১৫ জন দুর্বৃত্তরা ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাংচুর করে। ইট আঘাতে গাড়ির সামনের কাচ ও লাইটগুলো ভেঙ্গে যায়। পরে পুলিশ আত্মরক্ষাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারিয়া পালিয়ে যায়। এ ঘটনার পর এই এলাকা থেকে পাঁচজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। আটকৃতরা নিজের ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন।

রাজপাড়া থানা ওসি রফিকুল হক বলেন, জেলা প্রশাসনের কার্যালয় ঘরে বিক্ষোভ করতে পারে এমন আশঙ্কা থেকে এ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। গাড়িটি নিরাপদে রাখতে অপেক্ষকৃত সরু রাস্তার মধ্যে রাখা হয়েছিল। সেখানেই দৃবৃত্তরা হামলা করে গাড়ি ভাংচুর করে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।