শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
মেহেদী হাসান হৃদয়,,
ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে ছাত্রদলের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ নভেম্বর ২০২৪) দুপুর বারোটার সময় এ হামলা সংঘটিত হয়। কেন্দ্রীয় বিএনপি নেতা মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নির্দেশে ৬ নম্বর ওয়ার্ডে ছাত্রদলের ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আলোচনা সভা চলাকালে কিছু সন্ত্রাসী এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল হাইব্রিড দুর্বৃত্ত ছাত্রদলের কর্মসূচিতে বাধা দিয়ে হঠাৎ হামলা শুরু করে। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ছাত্রদলের কর্মীদের গুরুতর আহত করে।
আহতদের মধ্যে আছেন যুগ্ম আহ্বায়ক আশিক, ছাত্রনেতা জিহাদ করিম, ফুয়াদ করিম, তামিম, শরিফ, ইয়ামিন, জুনায়েদ, সামির, মহব্বত, সিয়াস, ও তানভীরসহ আরও অনেকে। আহতদের দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হামলার খবর পেয়ে লালমোহন উপজেলার বিএনপির নেতারা ঘটনাস্থলে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপজেলা বিএনপির নেতা বাবুল সাহেব উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের সন্ত্রাসী হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার গভীর ষড়যন্ত্র। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
বিএনপির ছাত্রদলের কার্যক্রমে এমন হামলা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নতুন করে চ্যালেঞ্জ সৃষ্টি করছে। দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
সন্ত্রাসী দের নাম তালিকা করা হলো , যারা এই হামলার সাথে জড়িত ।
(চরমোল্লাজী ৬নং ওয়ার্ড )
১, জিয়া
২, মফিজ
৩, আব্বাস
৪, রাকিব
৫, শাকিল
৬, মফিজুল ইসলাম শান্ত বলি
৭, রাসেল
৮, সুমন
( ৮নং রমাগঞ্জ
১, ফিরোজ
২, মিলন
৩, নীরব
৪, সৌরভ
৫, লোকমান
৬, ফারুক
৭, শরীফ
৮, মফিজ
৯, রিপন
১০, ফরিদ
আরো অনন্য ও লোক ছিল বলে জানা যায়।
হামলার ঘটনায় এলাকার সাধারণ মানুষও উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্তি বজায় রাখার জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন।