রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
‘সেবার ব্রতে চাকরি’ এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ২য় দিনে Physical Endurance Test (PET)- এর ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প সুষ্ঠু, সুশৃঙ্খল সম্পন্ন হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এবং নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মেহেরপুর; জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া; ডাঃ মোঃ মোরশেদ আলম ও ডাঃ মোছাঃ রেশমা খাতুন, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উপস্থিতিতে চাকরি প্রত্যাশীদের Physical Endurance Test (PET) পরীক্ষার অংশ ২য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
আগামীকাল (১২ এপ্রিল ২০২৫) তারিখ ২য় দিন উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গায় Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।