বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।
বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন শিমুর সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মতামত পেশ করেন, খুলনা জেলা আ’লীগের সদস্য বুলু রায় গাঙ্গুলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন রায়,বটিয়াঘাটা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি পংকোজ কুমার বিশ্বাস, বালিয়াডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ মুশিবুর রহমান, গঙ্গারামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক তুলসী দাস বিশ্বাস, সুরখালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরকার, জেলা যুবলীগ নেতা শেখ রাসেল কবীর,জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও উপজেলা শাখার সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার, জেলা যুবলীগ নেতা মুশফিকুর রহমান সাগর, আ’লীগ নেতা ও (এমপি) জামাতা অনুপম মন্ডল,আ’লীগ নেতা রামপ্রসাদ রায়, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু, মোঃ ওবায়দুল শেখ,আসাবুর রহমান আসব, বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি, সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান, জেলা আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্যা শিউলি,আ’লীগ নেতা প্রহ্লাদ জোয়াদ্দার,আবুল কালাম আজাদ, জলমা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য দেবব্রত মল্লিক দেবু,আলহাজ্ব শহিদুল ইসলাম লিটন, উপজেলা যুবলীগ নেতা পলাশ রায়, ইউপি সদস্যা রত্না অধিকারী,উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল মোমেনীন রানা, সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ান শেখ ইমন সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা । সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান নেতৃত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস-২০২৪ পালনের পাশাপাশি ১৫ আগস্টের পরবর্তী সময়ে স্ব-স্ব ইউনিয়ন আ’লীগের পক্ষ থেকে পর্যায়ক্রমে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস- ২০২৪ পালনের সিদ্ধান্ত গৃহীত হয় ।