বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
বটিয়াঘাটার মল্লিকের মোড়ে অগ্ৰনী যুব সংঘের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গ্ৰাম বাংলার সাংস্কৃতির প্রাচীন ঐতিহ্য ১৬১ তম বার্ষিক মেলা ও গরুর দৌড় প্রতিযোগিতা গতকাল ১৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয় । মেলাকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে মেলার পাশাপাশি গ্ৰাম বাংলার সাংস্কৃতির প্রাচীন ঐতিহ্য দৌড় প্রতিযোগিতা, দড়াটানা ও হাড়াভাঙ্গা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অগ্ৰনী যুব সংঘের সভাপতি সৌমেন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা আলোকিত মুকুল ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিবুল জাহিদ মুকুল । অগ্ৰনী যুব সংঘের সাধারণ সম্পাদক সজল মল্লিক ও তুফান মল্লিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অগ্ৰনী যুব সংঘের নেতৃবৃন্দ যথাক্রমে রথিন মল্লিক, সুমন রায়,সাগর মল্লিক, সুমন হালদার, বিএনপি নেতা সঞ্জয় ঢালী, মিন্টু হালদার, সাগর গোলদার,নিতুন রায়, পিংকু হালদার, প্রিতিশ রায়,বাঁধন মন্ডল,অরিত্র মল্লিক, গোপাল মল্লিক,নিলয় মন্ডল,লিমন মন্ডল, দ্বীপ গাইন প্রমূখ । প্রতিযোগিতা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন । এসময় মেলায় ও গরুর দৌড় প্রতিযোগিতায় হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে ।