মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।
বটিয়াঘাটা প্রশাসনের আয়োজনে “জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা গতকাল সোমবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিনিয়র সাংবাদিক ও নির্বাহী সদস্য এস এম এ ভূট্টো,যুগ্ম-সাধারণ সম্পাদক পরাগ রায়,কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রিপন রায়,আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষিকা শাম্মী আক্তার,থানা প্রতিনিধি এস আই জাকারিয়া, আমীরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য কৌশিক পাল,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা যথাক্রমে চিরঞ্জীব রায়, মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ । সভায় ১৬৪৩০ নম্বরে বিনা খরচে আইনগত সহায়তা পাওয়ার জন্য কল অনুরোধ করা হয়েছে । সভা পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা ।