রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
কাজল ইব্রাহিমঃ
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশন ও সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে পূর্বঘোষিত মানববন্ধন কর্মসূচি—যা রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবসহ সারা দেশে, বিশেষত সিলেটে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল—তা অনিবার্য কারণবশত আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।
বর্তমান পরিস্থিতি ও সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায়, আমরা এই মুহূর্তে কোনো গণজমায়েত বা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করছি না। ইতোমধ্যে এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
সকল শুভানুধ্যায়ী, সাংবাদিক সহকর্মী, নেতাকর্মী ও দেশবাসীর প্রতি বিনীত অনুরোধ—তারা যেন ধৈর্য ধারণ করে আমাদের পাশে থাকেন। পরিস্থিতি অনুকূল হলে পরবর্তী কর্মসূচির নতুন তারিখ ও সময়সূচি যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
জনতার পক্ষে,
মো. লাভলু মিয়া
সভাপতি
আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশন
সহযোগিতায়: সাংবাদিক কাজল ও সর্বস্তরের মুসলিম জনতা