শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ঢাকা সিটিসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে যানজট এ যেন উন্নয়নের বড়ো বাঁধা। জরুরি পদক্ষেপ প্রয়োজন। কিশোরগঞ্জে মাদক বিরোধী সমাবেশ নগুয়া বটতলা এলাকায় ৮ নং ওয়ার্ডে অনুষ্ঠিত। খুলনা কেএমপির খালিশপুর থানা পুলিশ চোরাই ইজিবাইকসহ ১ চোর আটক করেছে। আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ৬০ পিস ট্যাপেলসহ নারী আটক। ঘর পুড়ে যাওয়ায় বৃদ্ধা মহিলাকে নতুন ঘর উপহার দিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম। সড়ককে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগের আয়োজনে জীবননগরে বাস,ট্রাক,মাহিন্দ্র,মাইক্রো,ইজিবাইক/থ্রি হুইলার চালকদের সচেতনতামূলক প্রশিক্ষণ। মুন্সিগঞ্জে সাবেক এমপিসহ ৩২০ জনের নামে এফআইআরভুক্ত নতুন মামলা। থানায় আগত সেবা প্রত্যাশীদের তাৎক্ষণিক পুলিশী সেবা পৌঁছে দিতে প্রতিটি থানায় QRT (Quick Response Team) গঠন ও মোটর সাইকেল প্রদান। প্রসঙ্গ:ঢাকা সিটি করপোরেশন,উত্তর সিটি-দক্ষিণ সিটি, হয়তো একটি করা হোক, নয়তো ভেঙ্গে চারটি। মাহেন্দ্র ও মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন আহত।

প্রবাসী সিলেটিদের অধিকার আদায়ের দাবিতে নিউক্যাসলে সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিনিধি: মো. কাজল
লন্ডন থেকে
মোহাম্মদ আনোয়ার হোসেইনের তথ্য অনুযায়ী

দেশে ও বিদেশে প্রায় ৫০ লক্ষ সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সম্পূর্ণভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন বিমানবন্দর হিসেবে গড়ে তোলা এবং অন্যান্য এয়ারলাইনের ফ্লাইট চালু করার অনুমোদন দেওয়া। এই দাবি পূরণ না করে সিলেটের প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

দিনরাত পরিশ্রম করে ক্যাম্পেইন কমিটি এই দাবির প্রতি দেশ-বিদেশে শক্তিশালী জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছে। সময় যতই অতিবাহিত হচ্ছে, জনগণের সমর্থন ততই বৃদ্ধি পাচ্ছে। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মাঝে বিষয়টি নিয়ে গণজাগরণ সৃষ্টি হয়েছে। ব্রিটেনের বিভিন্ন শহরে ক্যাম্পেইন কমিটির নেতৃত্বে মানববন্ধন, মিছিল ও সভা অনুষ্ঠিত হচ্ছে।

এই ধারাবাহিকতায় গত ১১ই নভেম্বর সোমবার রাত ১০টায় ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এর উদ্যোগে যুক্তরাজ্যের নিউক্যাসলের গোসফোরথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ ইমলাক আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক শাহান চৌধুরীর সঞ্চালনায় এই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কে এম আবুতাহের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক শেখ মোঃ মফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক জামান আহমদ সিদ্দিকী, নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান সৈয়দ নাদির আজিজ দরাজ, কাউন্সিলর খালেদ মোশাররফ মামুন, এবং কমিউনিটি নেতা এনাম চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৫০ লক্ষ সিলেটবাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীর অবদান অপরিসীম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের যে কোনো দূর্যোগময় মুহূর্তে সিলেটবাসীদের ভূমিকা উল্লেখযোগ্য। ২২ বছর আগে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক ঘোষণা করা হলেও মানের দিক থেকে এটি এখনও আন্তর্জাতিক মানে উন্নীত হয়নি। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিভিন্ন দেশের ফ্লাইট চলাচল করলেও, ওসমানী বিমানবন্দরে শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটই চলাচল করছে।

বক্তারা, ম্যানচেস্টার থেকে সিলেটগামী এক রোগীকে দড়ি দিয়ে হাত বেঁধে পুলিশে হস্তান্তরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তাঁরা অনতিবিলম্বে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং অন্যান্য বিদেশি ফ্লাইট চালুর দাবি জানান। প্রবাসী সিলেটি কমিউনিটির এ দাবি মানা না হলে তাঁরা বিমান বয়কট কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।

সংবাদ পরিবেশক: মোহাম্মদ আনোয়ার হোসেইন

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।