রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
মোঃ জহুরুল ইসলাম
নিজ সংবাদ।
কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয় অত্র জেলার দৌলতপুর থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই মাননীয় পুলিশ সুপার মহোদয় ফুলের শুভেচ্ছা গ্রহন করেন পরক্ষণে মাননীয় পুলিশ সুপার মহোদয় সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন। অতঃপর থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা,অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন। ব্রিফিং এ তিনি অফিসার/ফোর্সদের বিভিন্ন সমস্যার বিষয়গুলি গভীর মনোযোগের সহিত শ্রবণ করেন ও তাৎক্ষনিকভাবে অনুপ্রেরনামূলক বক্তব্য উপস্থাপন এবং বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সাথে পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতী হওয়ার জন্য আহ্বান জানান ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ,দৌলতপুর জনাব মোঃ নাজমুল হুদা, কুষ্টিয়াসহ থানায় নিয়োজিত অফিসার ও ফোর্সবৃন্দ।