শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
বাহাদুর চৌধুরী, মানবাধিকার সংস্থা।
ভোলা জেলার দুলারহাট থানার নুরাবাদ ৭ নম্বর ওয়ার্ডে ৫ অক্টোবর ২০২৪, রাত ৯টায় পিতা-মাতার উপর পুত্র রিয়াজ ও পুত্রবধূ রাজিয়া বেগমের দ্বারা অমানবিক হামলা এবং প্রাণনাশের হুমকির ঘটনা ঘটে।
পিতা নুরুল ইসলাম ও মাতা সালেহা বেগম অভিযোগ করেন, রিয়াজ এবং তার স্ত্রী জোরপূর্বক জমি দাবি করলে তা দিতে অস্বীকার করায় তাদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের বাড়ির লোকজন ছালেয়া বেগমের কান্নার শব্দ শুনে নুরুল ইসলামের বাড়িতে গেলে রিয়াজ এবং রাজিয়ার হাতে ধারালো অস্ত্র ও লাঠি দেখতে পান। তারা নুরুল ইসলাম এবং সালেহা বেগমকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন।
ঘটনার পর এলাকাবাসী ইউনুস নামের এক ব্যক্তি আহত পিতা-মাতাকে দ্রুত চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ চিকিৎসার পর তারা বর্তমানে বাড়িতে থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
স্থানীয়রা আরও জানান, রিয়াজের সাথে এলাকার একটি অপরাধচক্রের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় অনেকেই ঘটনাটি নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন। এই কারণে পিতা-মাতা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
এই অমানবিক ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নুরুল ইসলাম ও সালেহা বেগম সমাজ এবং প্রশাসনের কাছে সুবিচার চেয়েছেন। তবে এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, পিতা-মাতার নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করছেন সচেতন এলাকাবাসী।