বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে জুয়া খেলা ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর আহত ২ জন।ঈদুল ফিতরের পরদিন ১ লা এপ্রিল বিকেলে গ্রামের স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্ররা এলাকাবাসী টঙ্গীর চর বিল পাড়ে ঘুরতে গিয়ে দেখতে পায় একই গ্রামের মোঃ খলিলুর রহমানের দখলিকৃত ফিশারির পাড়ে জুয়া খেলার রমরমা আসরএবং গাঁজা সেবনের মহা উৎসব চলছে। তৎক্ষণাৎ ছাত্র ও এলাকাবাসী জুয়া খেলা ও মাদকের প্রতিবাদ করলে সন্ত্রাসী খলিল দুই বখাটে ছেলে রাকিব ও হানিফ রামদা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে খলিলের হাতে থাকা রামদা দিয়ে একই গ্রামের মৃত রিয়াজ উদ্দিন ভূঁইয়ার পুত্র রাসেল ভুঁইয়াকে কুপিয়ে গুরুতর জখম করে এবং মৃত জসিম উদ্দিন ভূঁইয়ার পুত্র ফারুক ভূঁইয়া সহ দুই ছাত্র আহত হয় ।এলাকাবাসি আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ ও সরেজমিন গিয়ে জানা যায় সন্ত্রাসী খলিল এই এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে । এলাকার নারী পুরুষ সহ শতাধিক মানুষ জানান তারা এখন ভয়ে ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। দীর্ঘ দিন ধরে চলছে জুয়া মাদক সহ খলিলের ন্যাক্কারজনক কুকর্ম। কেউ প্রতিবাদ করলে নেমে আসে অত্যাচার নির্যাতন।তার লোলুপ দৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না মেয়েরা । গরীব নিরিহ মানুষের জায়গা দখল করে বিল পাড়ে গড়ে তুলেছে মাছের খামার।গরীব স্কুল ছাত্র দিয়ে প্রত্যন্ত এলাকায় মাদক পাচার করে। কোমল মতি গরীব অসহায় ছাত্র তার এসব কাজ না করলে মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়া হয় বলে জানান গ্রামবাসী।সিংহই টঙ্গীর চর গ্রামের ছাত্র ও যুব সমাজ খলিল গংদের কারণে ধ্বংসের পথে।এলাকাবাসী খলিল গংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এঘটনায় ১/৪/২৫ ইং মোঃ রাসেল ভূঁইয়া বাঁদী হয়ে খলিল গংদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এদিকে অভিযোগের বিষয়ে বিষয়ে জানতে চাইলে তদন্তকারি কর্মকর্তা জানান বিষয়টি তদন্তাধীন রয়েছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।