বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নান্দাইলে গত ১৭ এপ্রিল ২৪
ইং তারিখে রাত্রিতে নান্দাইল বাইপাস রোডের পশ্চিম পাশে জনৈক জাহাঙ্গীরের ধান ক্ষেতে কাচা রাস্তার পাশে মৃতদেহ রক্তাক্ত অর্ধ বিবস্ত্র নাজমা বেগমের লাশের ২ আসামী ১। পাপ্পু (২৪) ২। অসিম (৩৮) কে গতকাল ২১শে এপ্রিল ২৫ ইং তারিখে বিকাল ৫ ঘঠিকায় নান্দাইলে বাজার কাশিমহল থেকে গ্রেফতার করে ময়মনসিংহ সিআইডি। গত ১৭ এপ্রিল ২৪ ইং তারিখে রাত আনুমানিক ৮ ঘটিকা হতে ১০ ঘটিকার সময় নান্দাইল থানাধীন চারআনি পাড়া
সাকিনস্হ জিন্দাপীরের মাজারের পশ্চিমে কাঁচা রাস্তার দক্ষিণ পাশে জনৈক জাহাঙ্গীরের ধান ক্ষেতে অজ্ঞাতনামা কেবা কাহারা নাজমাকে হত্যা করে। নাজমা বেগম ৪ সন্তানের জননী।আবুল কালাম বাদী হয়ে
নান্দাইল বাজার হতে পান সুপারি ক্রয় – করে বাড়িতে যাওয়ার সময় খুন হয় নাজমা বেগম । পূর্ব পরিকল্পিত ভাবে নাজমাকে, ধারালো অস্ত্র দিয়া অসংখ্য আঘাত করে কুপাইয়া ঘাই দিয়া হত্যা কান্ড সংগঠিত করে। বাদী আবুল
কালামের সাথে কথা বললে তিনি বলেন নাজমা হত্যা বিচারের আরোও পলাতক আসামী রয়েছে।