রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
অথই নূরুল আমিন।
“সৃজনের স্বজন ” শ্লোগানকে ধারণ করে পথ চলার এক বছর পেরিয়ে, আজকে ১৮ এপ্রিল ২০২৫। নব ভাবনার লেখক ফোরাম এর এক বছর পূর্তি উপলক্ষ্যে দেশের সকল সাহিত্যমনা কবি, লেখক, সাহিত্যিক ও কলাম লেখকসহ দেশে বিদেশে অবস্থানরত সকল পাঠকদের জানাই বর্ষপূর্তির একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন।
নব ভাবনার লেখক ফোরামের এক বছরের পথ চলায় :
১. কেন্দ্রীয় পরিষদ গঠিত হয়েছে ১১ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে।
২. বিভাগীয় এ্যাম্বাসেডর করা হয়েছে ৮টি বিভাগ সমূহে।
৩. লেখক ফোরাম সংবিধি ( গঠনতন্ত্র ) প্রণয়ন করা হয়েছে।
৪. জেলা লেখক ফোরাম নব ভাবনা আপাতত তিনটি জেলায় গঠিত হয়েছে। এবং সবগুলো জেলায় লেখক ফোরাম গঠন করা প্রক্রিয়া চলমান রয়েছে।
৫. এদিকে জেলা লেখক ফোরামের সাহিত্য সভা ও সাংগঠনিক সভা সম্পন্ন করা হয়েছে।
৬. গত বছরের ফেনী জেলার ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সাহায্য করা হয়েছে মর্মে জানিয়েছেন নব ভাবনার সম্পাদক, কবি, কথাসাহিত্যিক ও মানবিক লেখক জনাব ইমরুল কায়েস।
চীফ এ্যাম্বাসেডর রাহমান ওয়াহিদ, নব ভাবনা পরিবারের কবি, শক্তিশালী গল্পকার জনাব কিবরিয়া লিপন, এ্যাম্বাসেডর জেনারেল কবিও গল্পকার মনিরুল ইসলাম শ্রাবণসহ আরো অনেকে।
আমার জানামতে নব ভাবনা বেশকিছু কার্যক্রম নিয়ে খুবই নিখুঁতভাবে তারা এগিয়ে যাচ্ছে। যেমন : “কাগজ ঘর” তাদের একটি অনন্য উদ্যোগ। কাগজ ঘর মানে একটি অন্যরকম পাঠাগার বলা চলে।
নব ভাবনা ম্যাগাজিন, নব ভাবনা ইয়ুথ নেটওয়ার্ক, মজমা, ভাবনা প্রকাশসহ বেশকিছু সাহিত্য উন্নয়ন বিষয়ক উদ্যোগ। যা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি নব ভাবনার লেখক ফোরাম এর সকল কলাকৌশলীদের সার্বিক সাফল্য কামনা করি। এছাড়াও নব ভাবনা’র সকল প্রতিষ্ঠান ও প্রকাশনার আমি একজন শুভাকাঙ্খী। সৃজনের স্বজন এই শ্লোগানটি অর্জন করুক বিশ্বখ্যাতি।
অথই নূরুল আমিন
কবি কলামিস্ট ও রাষ্ট্র বিজ্ঞানী
১৮ এপ্রিল ২০২৫