শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
মোঃ সহিদুল ইসলাম ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ ও স্কুল ব্যবস্থাপনা কমিটির সহায়তায়, ইএসডিও এর আয়োজনে সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি, স্কুল প্রাঙ্গণ পরিচ্ছন্নতা অভিযান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পরিতক্ত্য প্লাস্টিক ও কাগজ ব্যবহার করে হস্তশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়,কর্মসূচিতে মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার বক্তব্যে বলেন, কঠিন বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার জন্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানসিক পরিবর্তন জরুরী। স্কুলের শিক্ষার্থীরাই পারবে এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে,উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোছাঃ সাবিহা ইয়াসমিন, প্রধান শিক্ষক, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, মোঃ সহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক স্কুল, সুইসকন্টাক্ট বাংলাদেশ ও ওয়াটএইড বাংলাদেশ এর প্রতিনিধিবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ, ইএসডিও এর উন্নয়ন কর্মীবৃন্দ, বিদ্যালয়ের ছাত্রী প্রমূখ।