বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
পণ্যের মূল্য যত বৃদ্ধি পাবে,ততই বতর্মান সরকারের জনপ্রিয়তা কমতে থাকবে,বিষয়টি মাথায় রাখতে হবে। বটিয়াঘাটার মল্লিকের মোড়ে ১৬১ তম বার্ষিক মেলা ও গরুর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। দৌলতপুরে ওয়ান শুটার গান সহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার। গাজীপুরে ভূমিহীনদের পক্ষে সংবাদ সম্মেলন:৩০৯৫ পরিবারকে জমি প্রদানের হাই কোর্টের নির্দেশ বাস্তবায়নের দাবী। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার। বটিয়াঘাটার সুরখালি ও ভান্ডারকোট ইউনিয়ন বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপিত। বটিয়াঘাটা উপজেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি অসীম মল্লিকের অকাল মৃত্যুতে শোক বিবৃতি। বটিয়াঘাটা উপজেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি অসীম মল্লিকের অকাল মৃত্যুতে শোক বিবৃতি। চুয়াডাঙ্গায় জুলাই যোদ্ধাদের স্বাস্থ্য কার্ড বিতরণ। দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ।

দৌলতপুরে ওয়ান শুটার গান সহ ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

নিজ সংবাদ ঃ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ৪নং মরিচা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি আভিজনিক দল।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ২.৪৫ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বসত বাড়িতে ইন্সপেক্টর শেখ আওয়াল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে এবং চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে বসতবাড়ির সিড়ির নিচে একটি বস্তার ভিতর সুকৌশলে শপিং ব্যাগের ভিতরে রুমাল দিয়ে জড়িয়ে রাখা দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধারপূর্বক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে গ্রেফতার করা হয়।

ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। সে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং মরিচা ইউনিয়ন এলাকার আওয়ামী লীগের প্রভাবশালী নেতা।

এ বিষয়ে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন জানান,মঙ্গলবারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্র সহ তার বসতবাড়িতে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করলে ও চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে অস্ত্র গুলি উদ্ধার করি। তার নামে একাধিক মামলা রয়েছে। অস্ত্র আইনে আরেকটি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।