রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন
মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক্টর-মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলচালক মাওলানা সামসুল হক নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবাদ (০৯ এপ্রিল) বেলা ২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা-কোমরপুর সড়কের বোস ইটভাটার সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা সামসুল হক দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মৃত নিছার আলীর ছেলে। তিনি একই উপজেলার কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসার সুপার ছিলেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন মাওলানা সামসুল হক। এ সময় কার্পাসডাঙ্গা-কোমরপুর সড়কের বোস ইটভাটার নিকট পৌছালে ইটবোঝায় একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাওলানা সামসুল হক মারা যায়।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবির দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদকে বলেন, ট্রাক্টর-মোটরসাকেলের মুখোমুখি সংঘর্ষে মাদরাসা সুপার মাওলানা সামসুল হক নিহত হয়েছেন। অভিযোগ না থাকায় আবেদনের পেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।