শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
জয়নগরে ২ কোটি টাকার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,দখল সূত্রে মালিকানা শাহাজান গংয়ের—সংঘর্ষের আশঙ্কা। চুয়াডাঙ্গায় পাখিভ্যানের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শহিদুলের। খুলনার ডুমুরিয়া উপজেলাবাসীর জলবদ্ধতা নিরসনে শৈলমারী নদী পরিদর্শন করেন-জেলা প্রশাসক। প্রধান উপদেষ্টা’র কার্যালয়ের অধিনে”মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা”হতে চান কবি অথই নূরুল আমিন। বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলির চাপে মুক্তি পেলেন সাংবাদিক টিপু,ফুলের মালায় বরণ। জেবি ব্রিকস ৩ লক্ষ টাকা জরিমান। দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ। দামুড়হুদার কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান ইনুসহ গ্রেফতার-৪ তথ্য চাওয়ায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিকের মুক্তির দাবী। দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ। কিশোরগঞ্জ হাওর অঞ্চলে পথচারী ও শ্রমিকদের মাঝে শরবত বিতরণ। খুলনার বটিয়াঘাটায় ধর্ষিতার পরিবারের সাথে মহিলা বিষয়ক কর্মকর্তার সাক্ষাৎ।

ডুবাই প্রবাসীর সাথে প্রেমের নামে প্রতারণা:অভিযুক্ত লালমোহনের আখি আক্তার।

সালাউদ্দিন রিপোর্টার:

চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার ডুবাই প্রবাসী যুবক ইমাম হোসেন এক ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার দাবি, লালমোহন উপজেলার ফুলবাগিচা ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির আখি আক্তার নামের এক নারীর প্রেমের ফাঁদে পড়ে তিনি নিঃস্ব হয়েছেন।

ইমাম হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে আখি আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেটি প্রেমের সম্পর্কে রূপ নেয়। কিন্তু পরে তিনি জানতে পারেন, আখি আক্তার বিবাহিত এবং তার স্বামীর নাম নূরে আলম। এই তথ্য আখি ইচ্ছাকৃতভাবে গোপন রেখেছিলেন।

দুই বছরের সম্পর্কের মধ্যে আখির অনুরোধে তিনি প্রায় দুই লাখ টাকা প্রদান করেন, যা বিকাশের মাধ্যমে পাঠানো হয়েছে বলে অভিযোগ। ইমাম হোসেন আরও বলেন, “আখি শুধুমাত্র প্রেমের অভিনয় করে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। পরে জানতে পারি, সে আরও অনেক পুরুষকে এভাবে প্রতারণা করেছে।”

প্রতারণার এ কাজে আখির মা সুফিয়া বেগম, বাবা আব্দুল লতিফ এবং ছোট ভাইদেরও সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন তিনি।

আখি যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করে টাকা নিয়েছেন তা হলো:আখি আক্তার: 01316354835
বড় ভাই সবুজ: 01316354835 ছোট ভাই জুলহাস: 01857518309 ভুক্তভোগী প্রবাসী ইমাম হোসেন বিষয়টির দ্রুত তদন্ত ও প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি আরও বলেন, “আমি নিঃস্ব হয়ে গেছি, চাই না আর কেউ এভাবে প্রতারিত হোক।”

প্রয়োজনে যোগাযোগ: ইমাম হোসেন (ইমু) – +97544105719

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।