রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
সালাউদ্দিন রিপোর্টার:
চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার ডুবাই প্রবাসী যুবক ইমাম হোসেন এক ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার দাবি, লালমোহন উপজেলার ফুলবাগিচা ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির আখি আক্তার নামের এক নারীর প্রেমের ফাঁদে পড়ে তিনি নিঃস্ব হয়েছেন।
ইমাম হোসেন জানান, ফেসবুকের মাধ্যমে আখি আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেটি প্রেমের সম্পর্কে রূপ নেয়। কিন্তু পরে তিনি জানতে পারেন, আখি আক্তার বিবাহিত এবং তার স্বামীর নাম নূরে আলম। এই তথ্য আখি ইচ্ছাকৃতভাবে গোপন রেখেছিলেন।
দুই বছরের সম্পর্কের মধ্যে আখির অনুরোধে তিনি প্রায় দুই লাখ টাকা প্রদান করেন, যা বিকাশের মাধ্যমে পাঠানো হয়েছে বলে অভিযোগ। ইমাম হোসেন আরও বলেন, “আখি শুধুমাত্র প্রেমের অভিনয় করে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। পরে জানতে পারি, সে আরও অনেক পুরুষকে এভাবে প্রতারণা করেছে।”
প্রতারণার এ কাজে আখির মা সুফিয়া বেগম, বাবা আব্দুল লতিফ এবং ছোট ভাইদেরও সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেন তিনি।
আখি যে মোবাইল নম্বরগুলো ব্যবহার করে টাকা নিয়েছেন তা হলো:আখি আক্তার: 01316354835
বড় ভাই সবুজ: 01316354835 ছোট ভাই জুলহাস: 01857518309 ভুক্তভোগী প্রবাসী ইমাম হোসেন বিষয়টির দ্রুত তদন্ত ও প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তিনি আরও বলেন, “আমি নিঃস্ব হয়ে গেছি, চাই না আর কেউ এভাবে প্রতারিত হোক।”
প্রয়োজনে যোগাযোগ: ইমাম হোসেন (ইমু) – +97544105719