বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন
বিশ্বজিৎ চন্দ্র সরকার – ব্যুুরো প্রধান গোপালগঞ্জ।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বঙ্গবন্ধুর সমাধি ছুয়ে শপথসহ প্রতিদিন নানান কর্মসুচি পালন করছে গোপলগঞ্জে আওয়ামীলীগ নেতাকর্মীরাসহ সর্বস্তরের মানুষ।
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে সকলের উপস্থিতিতে হ্যান্ড মাইকে শপথ পাঠ করান গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সভাপতি জনাব মোঃ মাহবুব আলী খান।এসময়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
তবে দেশের নারী,, মুক্তিযোদ্ধা,, মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতী-পুতিদের নিয়ে লড়াই সংগ্রাম শেষে অপশক্তির কাছে পরাজিত হয়ে বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করার পরেও মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান নাতি-পুতিদের দেশে উল্লেখযোগ্য কোনো ভুমিকা অথবা কর্মসুচি না থাকায় ধিক্কার জানিয়েছে গোপালগঞ্জের সুশীল সমাজ ও সাধারন মানুষ।।
তারা বলেন- যাদের জন্য বঙ্গবন্ধুকন্যাকে অপশক্তির কাছে পরাজিত হয়ে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে তাদের ও তাদের সুবিধা ভোগী সন্তাদের এমন নিরব ভুমিকায় সবার হৃদয়ে রক্তক্ষরন হচ্ছে মর্মাহত দেশবাসী ।।
অন্যদিকে গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম বলেন – আওয়ামীলীগ নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে এখানে এসেছে,, একটি গনতান্ত্রিক দলকে বাদ রেখে কোনো আলোচনা হতে পারেনা।। আওয়ামীলীগকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন বা সরকার গঠন হতে পারেনা।।
এসময় তিনি আরো বলেন- সারাদেশে আওয়ামীলীগের নেতাকর্মীদের জেগে উঠতে হবে সাহস নিয়ে ঘুরে দাড়াতে হবে।। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের মানুষকে অনিরাপদে রেখে পদত্যাগ করে দেশত্যাগ করতে চায়নি তাকে পদত্যাগ পত্র জমা দিয়ে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছে তাই তাকে দেশে ফিরিয়ে আনতে দেশের সর্বস্তরের মানুষসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের জেগে উঠে রাজপথে থাকার আহবান জানান তিনি ।।
এছাড়া টুঙ্গিপাড়া আওয়ামীলীগের নেতাকর্মীরা রাজপথ দখল করে প্রতিদিন বিক্ষোভ মিছিল সমাবেশ করে যাচ্ছেন।। এবং প্রতিজ্ঞা করেন বঙ্গবন্ধু কন্যাকে দেশে ফিরিয়ে আনার পর তারা ঘরে ফিরবেন।। বক্তাদের মধ্যে ছিলেন -মোঃ লিঙ্কন মোল্লা,, মোঃ শামচুল হক,, বিএম মাহামুদুল হক,, শেখ বাবুল হোসেন খোকন,, রেজাউল বিশ্বাস,, বিএম ফোরকান আলী,, মোঃ তৌফিকুল ইসলাম,, বিএম এমদাদুল হক,, শেখ সাইফুল ইসলাম, শেখ তোজাম্মেল হক টুটুল, মোহাম্মাদ বাবুল শেখ, মোঃ ইলিয়াস হোসেনসহ অন্যান্য নেতা কর্মীগন।