শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা বর্তমানে কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকার সচেতন মহলের মতে, এসব চক্র এখন নিজেদের নতুন পরিচয় হিসেবে ‘নব্য বিএনপি’ নাম ধারণ করছে, যা এলাকার রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
স্থানীয়রা বলছেন, সম্প্রতি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এই গ্যাং সদস্যরা এখন নিজেদের রাজনৈতিক পরিচয় দিতে শুরু করেছে, যার ফলে প্রশাসনের নজর এড়ানো সহজ হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “আগে যারা এলাকায় ভয়ভীতি সৃষ্টি করত, তারাই এখন রাজনৈতিক রঙ লাগিয়ে নতুন রূপে ফিরে এসেছে। তারা নিজেদের নব্য বিএনপি দাবি করে নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত এই অবস্থা থেকে মুক্তি চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।