শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলার ৪নং সুরখালি ইউনিয়নের গজালিয়ায় অবস্থিত জেবি ব্রিকস ভাটাটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করেন। গতকাল বেলা ১২ টায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শরীফ শাওন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী মহিলা নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার রমা দীর্ঘদিন অবৈধভাবে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্বেও ভাটাটি চালু রাখে। মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইট পোড়ানোর অপরাধে, বালু মহল ও মাটি ব্যাবস্থাপনা আইনে ২০১০ এর ১৫ (১) ধারার ইটভাটা মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন। এবং ভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, সুরখালী ইউনিয়ন তৌসিলদার মোঃ জাকির হোসেন,ভূমি অফিসের পেশকার প্রসেনজিৎ,বটিয়াঘাটা থানার এস,আই, তোফায়েল আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।