সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনার প্রাণ গেল এক দিনমজুরের। অপকর্ম ঢাকতে লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে সেই তালার ইউএনও শেখ রাসেল। জুয়ার বিজ্ঞাপন প্রচার করে সমালোচনায় চুয়াডাঙ্গায় টিকটকার মাহফুজা। কিশোরগঞ্জে যশোদল পি,ডি,বি ৩৩/১১ কেভি উপকেন্দ্রে আগুন লেগে দুই জনের শরীর পুড়ে যায়, সৃজনশীল লেখক সংগঠন”নব ভাবনা লেখক ফোরাম” এর এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। কটিয়াদীতে বেকার যুবকের হাতে অটোরিক্সা তুলে দিলেন শিল্পপতি মাহমুদুল ইসলাম কিশোরগঞ্জের কটিয়াদীতে, জয়নগরে ২ কোটি টাকার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,দখল সূত্রে মালিকানা শাহাজান গংয়ের—সংঘর্ষের আশঙ্কা। চুয়াডাঙ্গায় পাখিভ্যানের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শহিদুলের। খুলনার ডুমুরিয়া উপজেলাবাসীর জলবদ্ধতা নিরসনে শৈলমারী নদী পরিদর্শন করেন-জেলা প্রশাসক। প্রধান উপদেষ্টা’র কার্যালয়ের অধিনে”মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা”হতে চান কবি অথই নূরুল আমিন।

জুয়ার বিজ্ঞাপন প্রচার করে সমালোচনায় চুয়াডাঙ্গায় টিকটকার মাহফুজা।

তথ্য চেয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের বিরুদ্ধে জিডি; ক্ষোভ

মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।

চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগ উঠেছে সদর উপজেলার বেগমপুর গ্রামের টিকটকার মাহফুজা আক্তার (২২) বিরুদ্ধে। অভিযোগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। জুয়ার বিজ্ঞাপনের বিষয়ে মতামত জানতে চাইলে ও ভিডিওটি অনলাইন নিউজ পোর্টাল ও নিজস্ব ফেসবুক আইডিতে প্রকাশ করায় তিনজন সাংবাদিকসহ পাঁচজনের বিরুদ্ধে দর্শনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাহফুজা আক্তার। গত ২৪ এপ্রিল দর্শনা থানায় এই জিডি করা হয়। অথচ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যেকোনো ধরনের জুয়া খেলা, প্রচার ও বিজ্ঞাপন সম্পূর্ণ বেআইনি। জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে জিডি গ্রহণ করায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাংবাদিক সমাজে।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন- ঢাকা পোস্টের চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার আফজালুল হক, অনলাইন নিউজ পোর্টাল নীলকণ্ঠের ডেস্ক ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, জীবননগরের তুহিন উজ্জামান, মুহাম্মদ শাওমিন ও সাদিফুল ইসলাম।
জানা গেছে, বেগমপুর গ্রামের মোফাজ্জেল হোসেনের মেয়ে মাহফুজা আক্তার ১ মিনিট ২ সেকেন্ডের একটি অনলাইন জুয়ার (ক্যাসিনো) বিজ্ঞাপনী ভিডিও বানিয়ে টিকটক আইডিতে আপলোড করেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

মাহফুজা আক্তারের জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘আমি মাহফুজা আক্তার, গত ২৪ ফেব্রুয়ারি ভুলবশত একটি গেমের (ক্যাসিনো) বিজ্ঞাপন প্রকাশ করি। পরবর্তীতে বিজ্ঞাপনটি আইনগত অপরাধ বুঝতে পেরে প্রকাশ করার ৩/৪ ঘণ্টার মধ্যে আমি আমার প্রোফাইল থেকে ডিলিট করে দিই। এই বিষয়ে আর কোনো ঝামেলা হয়নি। গত ১৪ এপ্রিল আমার শিক্ষা প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা সরকারি কলেজে পহেলা বৈশাখীর অনুষ্ঠানে একটি একক নৃত্যে অংশগ্রহণ করি। এই নৃত্য সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিও চুয়াডাঙ্গা’র ফেসবুক পেইজে প্রকাশ পাওয়ার পর অনেক ভাইরাল হয়। ‘রেডিও চুয়াডাঙ্গা’র ফেসবুকের মালিক পরিচয় দিয়ে জনৈক আফজাল হোসেন আমাকে একাধিকবার মোবাইলে জানান যে, আপনার বিরুদ্ধে পূর্বের গেমের বিজ্ঞাপন (ক্যাসিনো) বিষয়ে অনেক কিছু শুনেছি, আপনি আমাকে বিষয়টি স্পষ্ট করে জানান। আমি তাকে ইতোপূর্বে ভুলবশত হয়ে গিয়েছিল, যা অল্প সময়ের মধ্যে আমার প্রোফাইল থেকে ডিলিট করে দিয়েছি মর্মে স্বীকার করি।
সর্বশেষ আমি আমার উল্লেখিত ঠিকানায় অবস্থান করা কালে ‘রেডিও চুয়াডাঙ্গা’র ফেসবুকের মালিক পরিচয়দানকারী ব্যক্তি আমাকে গত ১৫ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে কল করে জানান, বিষয়টি পুলিশ সুপার চুয়াডাঙ্গাকে জানানো হয়েছে, অল্প সময়ের মধ্যে পুলিশ আপনাকে গেপ্তার করবে এবং আমরাও আপনার বিরুদ্ধে প্রচারণা চালাবো বলে হুমকি দেন।

পরবর্তীতে দৈনিক মাথাভাঙ্গার দর্শনা ব্যুরো প্রধান হারুন রশিদ রাজু, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক সাদিকুল ইসলাম সাদিক, অনলাইন নিউজ পোর্টাল নীলকণ্ঠের ডেস্ক ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, জীবননগরের তুহিন উজ্জামান ও মুহাম্মদ শাওমিন তাঁদের আইডি থেকে ভুলবশত গেমের (ক্যাসিনো) বিজ্ঞাপন, যা আমি ইতোমধ্যে ডিলিট করে দিয়েছি, সেটি প্রকাশ করে আমার সম্মানহানি করছে এবং আমাকে ভয়ভীতি প্রদর্শন করছে।

এ বিষয়ে সাংবাদিক আফজালুল হক বলেন, ‘পহেলা বৈশাখ উপলক্ষে চুয়াডাঙ্গা সরকারি কলেজে অনুষ্ঠিত আয়োজনে গণমাধ্যমকর্মীরা আমন্ত্রিত ছিলেন। অনুষ্ঠানে মাহফুজা আক্তারের নাচের ভিডিও ‘রেডিও চুয়াডাঙ্গা’র ফেসবুক পেজে আপলোড করা হয়। এরপর স্থানীয়ভাবে তার জুয়ার বিজ্ঞাপন প্রচারের বিষয়টি সামনে আসে।’ তিনি আরও বলেন, ‘বিষয়টি জানার পর আমি তার সাথে ফোনে কথা বলি। তিনি বিজ্ঞাপন পোস্টের বিষয়টি স্বীকার করেন। পুলিশ সুপারকে জানালে তিনি তদন্তের আশ্বাস দেন। কোনো হুমকি দেওয়া হয়নি। কথোপকথনের রেকর্ডও আমার কাছে আছে।’

সাংবাদিক আফজালুল হক আরোও বলেন, ‘নিষিদ্ধ জুয়ার প্রমোটকারী হয়েও সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করাটা অত্যন্ত দুঃখজনক। পুলিশ যেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, সেখানে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে জিডি গ্রহণ করেছে।’

ভুক্তভোগী সাদিকুল ইসলাম বলেন, ‘উপযুক্ত বিচার চেয়ে ভিডিওটি পোস্ট করেছিলাম। একজন জুয়ার প্রচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে, এটা খুবই দুঃখজনক।’

সাংবাদিক হারুন রশিদ রাজু বলেন, ‘জুয়া সমাজ ধ্বংসের মূল। অনলাইন জুয়ার প্রসারে দেশের তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জুয়া প্রমোটকারীর বিরুদ্ধে প্রতিবাদ করাই কি আমাদের অপরাধ? আমরা পুলিশের কাছে সুবিচার চাই।’

এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি বলেন, ‘আমরা দাবি করছি, জুয়ার বিজ্ঞাপন প্রচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও সাংবাদিকদের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার করা হোক।’

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ বলেন, ‘পুলিশের প্রতি আমাদের আহ্বান, সাংবাদিকদের হয়রানি না করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

এ বিষয়ে জানতে চাইলে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।