বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
মোঃ মেহেদী হাসান মুন্না, বিভাগীয় ব্যুরো প্রধান, রাজশাহী:
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। সোমবার (২৮ অক্টোবর) আহ্বায়ক সদস্য নাফিউল ইসলাম জীবন প্রেরিত এক সংবাদ বিজ্ঞাপ্ততে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উৎপাদন মুখী, মেধা ও গবেষণা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, বর্তমান প্রজন্মের কাছে সঠিক এবং নির্ভুল ইতিহাস জানবার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল, রাবি শাখার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে রচনা প্রতিযোগিতার আহবান করছে।
প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘শহীদ জিয়া এবং ৭ নভেম্বর ১৯৭৫’। এছাড়া শর্ত হলো, রচনার শব্দ সংখ্যা সর্বোচ্চ পনেরোশর মধ্যে হতে হবে, রচনা জমাদানকালে কাভার পেইজে প্রতিযোগির নাম, বিভাগ, সেশন, হল এবং মোবাইল নাম্বার স্পষ্ট করে লিখতে হবে। রচনা পাঠানোর শেষ তারিখ ৫ নভেম্বর। রচনা jcdru1979@gmail.com ঠিকানায় সফট কপি পিডিএফ আকারে পাঠাতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী দ্বারা রচনা মূল্যায়ন করা হবে। রচনা প্রতিযোগিতায় সেরা দশ জনকে শাখা ছাত্রদলের পক্ষ হতে সনদ ও বিশেষ পুরষ্কার প্রদান করা হবে।