রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:১২ অপরাহ্ন
মিজানুর রহমান /চট্টগ্রাম
চট্টগ্রামের সীতাকুন্ড থানার আলোচিত অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ রিপন’কে (২৫) চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার চাঁন্দারপাড়া এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রামের আভিযানিক দল। সে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার গাছুয়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। বৃহস্পতিবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার পলাতক আসামি চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার চাঁন্দারপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ঔই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ রিপন’কে (২৫) গ্রেফতার করে হেফাজতে নেয় র্যাব। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বৃহস্পতিবার তাকে চট্টগ্রামের সীতাকুন্ড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।