মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৯:২২ অপরাহ্ন
গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধিঃ সাইফুল হাসান
গোপালগঞ্জ কাশিয়ানীতে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ও পাট ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ডা. এজাজুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত শুভ উদ্বোধন করেন। এ প্রণোদনার আওতায় কাশিয়ানীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবারের মধ্য পাঠ বিজ ৪৬০ জন ও এক হাজার একশো জনকে বিনামূল্যে বিজ প্রদান করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভঙ্কর দত্ত, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।