রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
মুন্সীগঞ্জ থেকে শাকিল প্রধানঃ
গজারিয়া (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে মাদক কারবারি মুরাদ ওরফে দাদা মুরাদকে অবশেষে আটক করেছে গজারিয়া থানা পুলিশ। তার সঙ্গে জড়িত অভিযোগে স্ত্রীকেও আটক করা হয়েছে। মুরাদ দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ হচ্ছে বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফুয়াদের বড় ভাই। রাজনৈতিক ছত্রছায়ায় থেকেই মুরাদ এতদিন মাদক ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে আসছিল।
এদিকে, ফুয়াদ নিজেও এখন বালুয়াকান্দি এলাকার আতঙ্কে পরিণত হয়েছে। এলাকাবাসী তাকে “ফেন্সিখোর ফুয়াদ” নামে ডাকে। সরকারের পতনের পর থেকে সে স্থানীয় হোটেল-রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করতে থাকে। কুমিল্লার মালিকানাধীন ‘মায়ামি-২’ হোটেল থেকে সে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ আছে। এরপর চুনা ফ্যাক্টরিতে গিয়েও ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং অবৈধ ফ্যাক্টরি চালিয়ে দেওয়ার ভয় দেখায়।
স্থানীয়দের অভিযোগ, বর্তমানে সে নিজেও ফেন্সিডিলসহ অন্যান্য মাদক সেবনে আসক্ত হয়ে পড়েছে এবং মাদক ব্যবসায় মুরাদের মাধ্যমে জড়িত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে গজারিয়া থানা পুলিশ মুরাদকে আটক করে। তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। একইসঙ্গে তার স্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে, যিনি মাদক কারবারে সক্রিয়ভাবে অংশ নিতেন বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী গজারিয়া থানা পুলিশ প্রশাসনকে এই সাহসী অভিযানের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং একইসাথে ফুয়াদ ও তার চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, মুরাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জিজ্ঞাসাবাদে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে।