সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৭ পূর্বাহ্ন
মোঃ লিখন ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
খ্রিস্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আজ ১৯ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকায় খন্দকার গোলাম মওলা, বিপিএম- সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে খ্রিষ্টান ধর্মীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে ও আনন্দমূখর পরিবেশে ২০ এপ্রিল ২০২৫ তারিখ স্টার সানডে পালন করার জন্য যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ তৎপর রয়েছে জেলা পুলিশ। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে সাদা পোশাকে ডিবি, ডিএসবি মাঠে কাজ করছে এবং অনলাইনে গুজব প্রতিরোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে।
উক্ত আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারসহ খ্রিষ্টান ধর্মীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।