বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি।
গত ২১ এপ্রিল সোমবার রাতে খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে নিরালা আবাসিক এলাকা থেকে জুয়া খেলার সময় জুয়াড়ি সোনাডাঙ্গা মডেল থানার বানরগাতী এলাকার মৃত জালাল শিকদারের পুত্র ১) শহিদুল ইসলাম (৪৮), একই থানার সিদ্দিকিয়া মহল্লার মৃত আদম আলী শেখের পুত্র ২) জামাল শেখ (৫৫), লবনচরা থানার নিজ খামার এলাকার মৃত মোকলেছুর রহমানের পুত্র ৩) জাফর আহমেদ (৬৩), সোনাডাঙ্গা মডেল থানার বালুর মাঠ এলাকার মোঃ আঃ সামাদ গাজীর পুত্র ৪) আব্দুল আজিজের (৩৫), একই সদর থানার নিরালা আবাসিক এলাকার সেকেন্দার আলীর পুত্র ৫) মাসুদুর রহমান (৫৩), খুলনা সদর থানার হাজী মহসিন রোড এলাকার ৬) সাধন কুমার মন্ডল (৫০), এবং সোনাডাঙ্গা মডেল থানার বানরগাতী এলাকার মৃত মোসলেম উদ্দিনের পুত্র ৭) গোলাম মোস্তাকির সুমন (৫০) -কে আটক করে। তাদের নিকট হতে জুয়া খেলায় ব্যবহৃত ২ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ৭ হাজার ৯৭০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।