বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
আলমডাঙ্গার মাদকব্যবসায়ী সাদ্দাম সহযোগীসহ গ্রেফতার :আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার। ময়মনসিংহের ত্রিশালে অনিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন। দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ। পুলিশ সুপার,কুষ্টিয়া কর্তৃক দৌলতপুর কুষ্টিয়া থানা বার্ষিক পরিদর্শন: দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসার সুপার সামসুল হক নিহত। ছাত্র জনতা,বিভিন্ন দল ও সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা কি চেয়েছিল,আর পেয়েছে কি। প্রেস বিজ্ঞপ্তি তারিখ:০৯-০৪-২৫ ইং ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে পূর্বঘোষিত মানববন্ধন স্থগিত। গজারিয়ায় মাদক সম্রাট মুরাদ আটক,মাদকচক্রে জড়িত স্ত্রীসহ ভাই ফুয়াদও আলোচনায়। APOA) কর্তৃক আমন্ত্রিত হয়ে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য কনফারেন্সে ডাঃ এম কামরুজ্জামান মানিকের যোগদান। খুলনায় নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত। দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ। চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

মোঃ জুয়েল খাঁন খুলনা বিভাগীয় প্রতিনিধি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন ও ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মিথ্যা বা বিকৃত তথ্য শনাক্তকরণে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্লচন্দ্র রায় অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়, যা দুপুর ২টা পর্যন্ত চলে। কর্মশালাটি সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। কর্মশালায় ডিসিপ্লিনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এবং সেইভ ইউথ খুলনা বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের ১০ জন শিক্ষার্থী প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মোনামি হোসেন। এছাড়া ফ্যাক্ট চেকিং বিষয়ে দুইটি ভিন্ন সেশন পরিচালনা করেন ‘এমআরডিআই’ এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল আলম চৌধুরী। আয়োজনের শুরুতে সারা মোনামি হোসেন বলেন, “সাংবাদিকদের সত্য-মিথ্যা যাচাইয়ের পাশাপাশি নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। যে তথ্য পাওয়া যায়, তা প্রকাশ করলে সমাজে কী প্রভাব ফেলবে, সে বিষয়টি বিবেচনা করা উচিত। কর্মশালায় ফ্যাক্ট চেকিংয়ের ব্যবহারিক দিক, তথ্য যাচাইয়ের বিভিন্ন পদ্ধতি ও কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তথ্য শনাক্তকরণের মূলনীতি, বিভিন্ন টুল ব্যবহার, ছবি ও ভিডিও যাচাই, এবং গুজব ও অপতথ্য ছড়িয়ে পড়া রোধে ফ্যাক্ট চেকিংয়ের রাজনৈতিক নীতি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।