ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি'র নির্দেশ গত ২২ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত তেঁতুলতলা দশ কাপাটি স্লুইসগেট এলাকায় সরকারি গুচ্ছগ্রামে অবস্থিত ধর্ষিতার বাড়িতে গিয়ে পরিবারের অভিভাবক বাবা ও মার সাথে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন । এসময় ভুক্তভোগী শিশুটি বাড়িতে ছিল না, কিন্তু তিনি শারীরিক খোঁজ-খবর ও নেন । তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত পরিবারের পাশে থেকে আইনি সহায়তা সহ সার্বিক সহযোগিতা প্রদান করার আস্বস্ত করেন । উল্লেখ্য গত ১৯ এপ্রিল শনিবার রাতে জলমা ইউনিয়নের তেঁতুলতলা দশগেট এলাকায় শিশু ধর্ষনের স্বীকার হন । ঘটনায় গত ২০ এপ্রিল ধর্ষিতার পিতা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে আসামী করে বটিয়াঘাটা থানায় -০৩ নং করেছে । রেব ও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মিজানুর রহমান খোকন (৫০) ও রুবেল গাজী নামের দুই আসামীকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে । বাকি আসামি মোঃ রিপন তালুকদারকে আটকের জন্য অভিযান অব্যাহত রেখেছে ।