রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধিঃ
গত ৬ এপ্রিল রবিবার রাতে খুলনা সদর থানাধীন জাতিসংঘ পার্কের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে ১০/১২ জন যুবক ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে পলাশ শেখকে। খুলনা থানা পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করে এবং নগরীর সাতরাস্তা মোড় এবং দোলখোলা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত কেএমপির সোনাডাঙ্গা থানার ফেরিঘাট দেবেন বাবু রোডের টিনসেড বস্তির ভূট্টোর পুত্র ফাহিম(১৯) খুলনা সদর থানার মিউনিসিপ্যাল ট্যাংক রোডের মেহেদী হাসান বাপ্পীর পুত্র মাইনুল ইসলাম আবির(১৯) খুলনা জেলার বটিয়াঘাটা থানার চক্রাখালী এলাকার মোঃ আব্দুল মালেকের পুত্র রাকিবুল ইসলাম তুর(১৯) সোনাডাঙ্গা থানার ময়লাপোতা ডালমিল মোড় এলাকার মোঃ আব্বাস ফরাজীর পুত্র মাহিম ফারাজী(২০) এবং খুলনা কেএমপির লবনচরা থানার কৃষ্ণনগর চড়ার বটতলা এলাকার মোঃ শাহজাহান মোল্লার পুত্র খায়রুল ইসলাম হৃদয় (২৫)-কে গ্রেফতার করে।
হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।