রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
মোঃ জহুরুল ইসলাম
নিজ সংবাদ ঃ।
কুষ্টিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঈদগা পাড়া সংলগ্ন নিজাম মন্ডলের বাড়ির সামনে,কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক প্রাণ হারিয়েছেন।
নিহতরা হলেন—রনি (২২) পিতা নজরুল শেখ, ও নয়ন (২১) পিতা মস্ত শেখ, প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার সকালের দিকে দ্রুতগতির গড়াই বাসটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রনি ও রকি প্রাণ হারান। দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা আরেকজন মিজানুর (২৩)গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নিহত রনি ও রকি কুষ্টিয়ার বি আর বি গ্রুপের স্থানীয় প্রতিষ্ঠান ‘কিয়াম মেটাল’–এ কর্মরত ছিলেন। তাদের মৃত্যুতে সহকর্মী, পরিবার এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন স্থানীয় জনগন, এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।