কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন ভুঁইয়া,
কিশোরগঞ্জ সদর উপজেলা শোলাকিয়া গাছবাজার মেইন রাস্তার অবস্থা খুবিই ঝুকিপূর্ণ
গর্ত গুলি আদো ঠিক হয়নি
এই বিষয় নিয়ে সাধারণ জনগণ
যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে বলেন এই পর্যন্ত কেউ রাস্তাটির ব্যাপারে নজর নেন না, তারা আরও বলেন পুরান থানা থেকে অনেক যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে কিন্তু এই তিন রাস্তার মোড়ে আসলেই যাএী গুলো খুব কষ্ট ও ভয়ে ভয়ে চলাচল করতে হয়, আরও জানাযায় এই রাস্তা দিয়ে সাঁতার পুর, কাচারচর গাঙ্গাইল হয়ে গুজাদিয়া যাওয়া আশার রাস্তা একটি মেইন রাস্তার অবস্থা যদি এমন হয় থাহলে মানুষ কি ভাবে যানবাহনে গন্তব্যে স্থানে যাওয়া আশা করিবে,এই রাস্তার অবস্থা নিয়ে অটোরিকশা সিএনজি ট্রাক মোটরসাইকেল সহ বড় বড় গাড়ি চলাচল করে, গাছবাজার সংলগ্ন মেইন রাস্তার অবস্থা নিয়ে কাঠের সমিলের মালিক সাহেদ মিয়া ও এই এলাকার স্থানীয় ব্যক্তী মোঃ রফিক মিয়া বলেন আজ প্রায় পাঁচ ছয় বছর যাবত মেইন রাস্তার অবস্থা খুবিই ঝুকিপূর্ণ এবং বর্ষা মৌসুমে এই রাস্তায় প্রায় দুই হাত পানির নিচে থাকে এবং বড় বড় গর্তের কারণে সব ধরনের যানবাহন চলাচল করে কিন্তু এই পর্যন্ত কেউ রাস্তাটি মেরামত করার জন্য নজরে নেন না এবং এগিয়ে আসেন না
এই ব্যক্তিগণ ছাড়া ও আশ পাশের দোকানদার বলেন প্রতিদিন এই রাস্তায় এক্সিডেন্ট হচ্ছে কেউ গাড়ি নিয়ে পড়ে যাচ্ছে কেউ বড় ধরনের এক্সিডেন্ট করেছে, টমটম ট্রাক গুলো উল্টে যাচ্ছে তার পর ও কেউ আমলে নিচ্ছেন না এই রাস্তাটির ব্যাপারে,
কিছু অটোরিকসার ডাইভারদের জিজ্ঞেস করিলে জানাযায় পুরান থানা থেকে যাএী নিয়ে গাছবাজার সংলগ্ন তিন রাস্তার মোড়ে আসলেই তাদের কলিজা লড়ে যায় এবং সব যাএী গুলো সহ ভয়ে ভয়ে আতংকে চলাচল করতে হয়, মহিনন্দন ইউনিয়নে চেয়ারম্যান সাহেব এই পর্যন্ত কোনো গুরুত্ব দিচ্ছেন না এবং ৭ নং ওয়ার্ডের মেম্বার ও এই ঝুকিপূর্ণ রাস্তার ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না, তাই সর্বস্তরের জনগণ এই ঝুকিপূর্ণ রাস্তার অবস্থা নিয়ে দুঃখ প্রকাশ করেন, এবং দ্রুত রাস্তাটি মেরামত করার জন্য দাবী জানান, এই বিষয় নিয়ে চেয়ারম্যান সাহেব কে বারবার ফোন দিয়ে ও যোগাযোগ করতে পারেন নি, শোলাকিয়া গাছ বাজার তিন রাস্তার মোড়ে অবস্থা খুবিই ঝুকিপূর্ণ
গর্ত গুলি আদো ঠিক হয়নি যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি, এই পর্যন্ত কেউ রাস্তাটির ব্যাপারে নজরে নেন নি, বিস্তারিত আসছে পরবর্তী নিউজে,