রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জে যশোদল পি,ডি,বি ৩৩/১১ কেভি উপকেন্দ্রে আগুন লেগে দুই জনের শরীর পুড়ে যায়, সৃজনশীল লেখক সংগঠন”নব ভাবনা লেখক ফোরাম” এর এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। কটিয়াদীতে বেকার যুবকের হাতে অটোরিক্সা তুলে দিলেন শিল্পপতি মাহমুদুল ইসলাম কিশোরগঞ্জের কটিয়াদীতে, জয়নগরে ২ কোটি টাকার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,দখল সূত্রে মালিকানা শাহাজান গংয়ের—সংঘর্ষের আশঙ্কা। চুয়াডাঙ্গায় পাখিভ্যানের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শহিদুলের। খুলনার ডুমুরিয়া উপজেলাবাসীর জলবদ্ধতা নিরসনে শৈলমারী নদী পরিদর্শন করেন-জেলা প্রশাসক। প্রধান উপদেষ্টা’র কার্যালয়ের অধিনে”মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা”হতে চান কবি অথই নূরুল আমিন। বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলির চাপে মুক্তি পেলেন সাংবাদিক টিপু,ফুলের মালায় বরণ। জেবি ব্রিকস ৩ লক্ষ টাকা জরিমান। দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ। দামুড়হুদার কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান ইনুসহ গ্রেফতার-৪

কিশোরগঞ্জে যশোদল পি,ডি,বি ৩৩/১১ কেভি উপকেন্দ্রে আগুন লেগে দুই জনের শরীর পুড়ে যায়,

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন ভুঁইয়া,

কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল
গত ২২/৪/২০২৫ইং তারিখে আনুমানিক সন্ধ্যা ৬টা ২৪মিনিট এ ১১ কেভি প্যানেল বোর্ড ,৩নাম্বার ও ১৩ নাম্বার ফিডার এ আগুন লেগে যায়
কিশোরগঞ্জ পি,ডি,বি, বিদ্যুৎ অফিসে দায়িত্বে ছিলেন সহকারী প্রকৌশলী আহসান হাবীব,
এই সময় ডিউটিতে ছিল জনাব হুমায়ুন কবির ।সে জানায় সহকারী প্রকৌশলী আহসান হাবিবকে তাৎক্ষণিক আগুন লাগার কথা জানিয়েছেন৷ জনাব আহসান হাবিব সাথে সাথেই রাজন লাইনম্যান এ ও বাহিরে লোক আক্কাস এবং সাহায্যকারী আজিজুল হক শামিমকে নিয়ে কাজ করিতে ৩৩/১১কেভি কন্ট্রোল রুমে যান৷ সহকারী প্রকৌশলী আহসান হাবীব ও লাইনম্যান এ রাজন বাহিরের লোক আক্কাসকে এবং আজিজুল হক শামীমকে ইনকামিং লাইন বন্ধ না করে কাজ করিতে বলেন, এ সময় সহকারী প্রকৌশলী আহসান হাবীব দায়িত্বে ছিলেন ৷সাথে সাথে বাহিরের ছেলে আক্কাস ও সাহায্যকারী আজিজুল হক শামীম কাজ করিতে গেলে তাদের সমস্ত শরীর আগুনে পুড়ে যায় ,এই সময় দায়িত্ব ছিল এস বি এ জনাব হুমায়ুন কবির ।একজন এস বি এ দায়িত্বে থাকা অবস্থা কিভাবে বাহিরের লোক আক্কাস প্যানেল বোর্ডের কাজ করেছেন৷ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জ এত এত লাইন ম্যান এবং সাহায্যকারী রেখে কিভাবে বাহিরের লোক প্যানেল বোর্ডের কাজ করেন তাই কিশোরগঞ্জ পৌরবাসী জানতে চাচ্ছেন৷অদক্ষ বাহিরের লোক দিয়া ৩৩/১১ কেভি এর মতো এত স্পর্শকাতর জায়গাই কাজ করার জন্য এই দুর্ঘটনা ঘটেছে,যার জন্য দীর্ঘ সময় কিশোরগঞ্জবাসী বিদ্যুৎ ছাড়া ছিলো ।এর দায়িত্ব কে নেবে । এই বিষয় নিয়ে কিশোরগঞ্জ জেলা আপামর জনতার প্রশ্ন এবং সাধারণ মানুষের ক্ষতি কে নিবে এই বিদ্যুৎ অফিসের দায়িত্ব, সাধারণ জনগণ আরও বলেন এই ভাবে বিদ্যুৎ লোডশেডিং হলে যারা অসুস্থ রোগী তাদের কি হবে প্রতিটি সরকারি হাসপাতালে ভর্তি বিভিন্ন রোগীদের আত্মীয় স্বজনদের আহাজারি, এ বিষয় নিয়ে বারবার ফোন করার পরও
প্রকৌশলী আহসান হাবীব ফোন রিসিভ করেন নি,সাংবাদিক এ বিষয় নিয়ে বারবার ফোন করে জানার চেষ্টা করে ও ব্যর্থহয়েছেন, বিস্তারিত আসছে পরবর্তী নিউজে,

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।