মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মামুন ভুঁইয়া, দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ,
কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলা ভুনা গ্রামের ভুক্তভোগী আকরাম হোসেন বাদল বলেন,
একজন স্বামী হিসেবে যেটা আমার করার সেটাই করবো।
রাজনৈতিক দূর্বলতার সুযোগ নিতে তাদের আর দেয়া হবে না,মনে রাখতে হবে সমাজ আর মানুষের যদি পরিবর্তন হতে পারে তবে রাজনৈতিক দল কেনো পরিবর্তন হবে না।আমার মেয়েদের জন্য আমি সবই করবো ইনশাআল্লাহ।
আমার মেয়েদের যদি চুল পরিমাণ ক্ষতি হয়,আমি বাঁচবো কি না মরবো সেটা বুজবো না।
২/৩ দিনের মধ্যেই ইনশাআল্লাহ আমার মেয়েদের আমি উদ্ধার করাবো,মুল বিষয়গুলো মিডিয়াসহ সকল সংস্থার মাধ্যমেই প্রচারিত হবে ইনশাআল্লাহ।
ছিনতাইকারীদের চক্রের হোতাসহ উদঘাটন করা হবে,
একজন নিয়মিত ছিনতাইকারীর বাসায় আমার মেয়েদের রাখা হয়েছে,এবং আমাকে তারা মারধর করবে আর পুলিশে দিবে ভয় দেখাইয়া তাদের যা শিখিয়ে দিচ্ছেন তারা বাবাকে বাঁচানোর জন্য সেটাই বলেছেন, নিজেরা যেমন বাবাকে বাঁচাতে নিজেরা কষ্ট ভোগ করছেন তেমনি তাদের বাবাও আজ থেকে নিজের জীবন বাজি রেখেই তাদের উদ্ধারের জন্য কাজ করবো, একজন শুধু বলছেন তুই কি করতে পারিস আমার জানা আছে আজ থেকে আমিও দেখাবো কি করতে পারি আর না পারি,সকলের মুখোশ আমি খুলে দিবো তাও সকল মিডিয়ার সামনে,
যারা আমার পরিবার নিয়ে খেলছেন তাদের আমি আজ না হয় কাল এর কঠিন জবাব দিবোই।
সময় পরিবর্তনশীল,স্মৃতিগুলো বুকে ধারণ করে নিলাম, হৃদয়ে পাথর বাঁধলাম কিন্তুু প্রতিটা কষ্টগুলোকে অতি যত্ন করে সাজিয়ে রাখবো যে কষ্টের তুফান বুকের জমিনে বয়ে যাচ্ছে সে-ই কষ্টের চেয়েও অধিক কষ্ট তোমরা পাবে,এটা আমার ওয়াদা। বাবা হয়ে এখন পর্যন্ত মেয়েদের কে উদ্ধার করতে পাচ্ছেন না বলে এই ভুক্তভোগীর বাবার মুখের কথা, তিনি আরও বলেন আমার সুন্দর একটি সংসার এবং মেয়েদের জীবন টা ধংস করতে আমার শশুর শাশুড়ী, সালা জেওয়াস ও ভাইরা সব এক জোট হয়ে আমার স্ত্রী মেয়েদের কে তাড়া অসৎ উদ্দেশ্য করে জিম্মি করে রাখিয়া ছে, এই ভুক্তভোগী আকরাম হোসেন বাদল বলেন আমার মেয়ে ও স্ত্রীর যদি কোনো কিছু হয় থাহলে একমাত্র তার শশুর শাশুড়ী গংরাই করিবে, মেয়ে ও স্ত্রীর জন্য খুব দু চিন্তায় আছি বলে জানাযায় এই ভুক্তভোগী আকরাম হোসেন বাদল, এবং ঢাকা জেলা পুলিশ প্রশাসনের সু দৃষ্টি আকর্ষণ করে বলেন আইনি ভাবে আমার শশুর শাশুড়ী গংদের বাড়ি থেকে উদ্ধার করা সহ এইসব অপরাধী দের কে গ্রেফতার করা হোক, আরও বিস্তারিত আসছে পরবর্তী নিউজে,