সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
বটিয়াঘাটায় সড়ক দুর্ঘটনার প্রাণ গেল এক দিনমজুরের। অপকর্ম ঢাকতে লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে সেই তালার ইউএনও শেখ রাসেল। জুয়ার বিজ্ঞাপন প্রচার করে সমালোচনায় চুয়াডাঙ্গায় টিকটকার মাহফুজা। কিশোরগঞ্জে যশোদল পি,ডি,বি ৩৩/১১ কেভি উপকেন্দ্রে আগুন লেগে দুই জনের শরীর পুড়ে যায়, সৃজনশীল লেখক সংগঠন”নব ভাবনা লেখক ফোরাম” এর এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। কটিয়াদীতে বেকার যুবকের হাতে অটোরিক্সা তুলে দিলেন শিল্পপতি মাহমুদুল ইসলাম কিশোরগঞ্জের কটিয়াদীতে, জয়নগরে ২ কোটি টাকার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ,দখল সূত্রে মালিকানা শাহাজান গংয়ের—সংঘর্ষের আশঙ্কা। চুয়াডাঙ্গায় পাখিভ্যানের চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শহিদুলের। খুলনার ডুমুরিয়া উপজেলাবাসীর জলবদ্ধতা নিরসনে শৈলমারী নদী পরিদর্শন করেন-জেলা প্রশাসক। প্রধান উপদেষ্টা’র কার্যালয়ের অধিনে”মানবসম্পদ উন্নয়ন উপদেষ্টা”হতে চান কবি অথই নূরুল আমিন।

অপকর্ম ঢাকতে লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে সেই তালার ইউএনও শেখ রাসেল।


‎সাতক্ষীরা প্রতিনিধি:
‎সাতক্ষীরার তালায় নিজের অপকর্ম ঢাকতে লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে সেই তালার ইউএনও শেখ রাসেল। বিভিন্ন অপকর্মের বিষয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর শুরু হয় তার গাত্রদাহ। সাংবাদিকদের তথ‍্যবহুল খবর বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশের প্রতিবাদে প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় তালা ডাক বাংলোর সামনে প্রধান সড়কে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

‎অভিযোগ রয়েছে, ইউএনও’র বিরুদ্ধে চলমান অভিযোগ ও বদলি ঠেকাতে একদল ঠিকাদার ও রাজনৈতিক কর্মী তার পক্ষে ছাপাই গাইতে এই মানববন্ধন করা হয়। এছাড়া তাদের মানববন্ধন সফল করতে ইউএনও মহোদ্বয় ৫ লাখ টাকা দলীয় কিছু নেতাকর্মীকে আর্থিক অনুদানও দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎মানববন্ধনে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাঃ গোলাম ফারুক, জাহাঙ্গীর হোসেন, কলেজ শিক্ষক নেতা অধ্যাঃ মোশারাফ হোসেন, মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষক নেতা জগদিশ হালদার, আদর্শ শিক্ষক পরিষদ নেতা অধ্যাঃ আজিজুর রহমান, কেন্দ্রীয় ডেএসডি নেতা মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, ইমাম পরিষদ নেতা মাওঃ তাওহিদুর রহমান প্রমুখ।

‎এসময় বক্তরা বলেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল তালাতে যোগদানের পর থেকে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। এই উপজেলা কে সুন্দর ভাবে গড়ার জন্য দিনরাত পরিশ্রম করছেন। তার নামে মিথ্য তথ্য সরবরাহ করে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

‎উল্লেখ্য, গত ২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এমএম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিককে তথ্য জানার কে এমন প্রশ্ন করলে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেলকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিক টিপুকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা দেন এবং ২০০ টাকা জরিমানা করেন। এর প্রেক্ষিতে ফুসে উঠে তালা সহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ। দেশের প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক ও আঞ্চলিক পত্রিকায় নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়।

‎এদিকে একই সময় তালা উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা কর্মচারীদের ব্যানারে উপজেলা পরিষদের সামনে শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মাবন বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদারের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার, কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ প্রমুখ।
‎এঘটনায় তালা উপজেলার সাধারণ মানুষের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা গেছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, অফিসের কাজ বাদ দিয়ে একজন আমলার বিরুদ্ধে সরকারী কর্মকর্তারা এভাবে রাস্তায় দাঁড়ানো দুঃখজনক। বিভিন্ন ভূমি অফিসের নায়েবরা এই মানব বন্ধনে অংশ গ্রহন করায় জনসাধারণের ভোগান্তি বেড়েছে বলে মন্তব্য করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।