বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
আলমডাঙ্গার মাদকব্যবসায়ী সাদ্দাম সহযোগীসহ গ্রেফতার :আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার। ময়মনসিংহের ত্রিশালে অনিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন। দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ। পুলিশ সুপার,কুষ্টিয়া কর্তৃক দৌলতপুর কুষ্টিয়া থানা বার্ষিক পরিদর্শন: দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় কুনিয়া চাঁদপুর দাখিল মাদরাসার সুপার সামসুল হক নিহত। ছাত্র জনতা,বিভিন্ন দল ও সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা কি চেয়েছিল,আর পেয়েছে কি। প্রেস বিজ্ঞপ্তি তারিখ:০৯-০৪-২৫ ইং ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে পূর্বঘোষিত মানববন্ধন স্থগিত। গজারিয়ায় মাদক সম্রাট মুরাদ আটক,মাদকচক্রে জড়িত স্ত্রীসহ ভাই ফুয়াদও আলোচনায়। APOA) কর্তৃক আমন্ত্রিত হয়ে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য কনফারেন্সে ডাঃ এম কামরুজ্জামান মানিকের যোগদান। খুলনায় নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত। দৈনিক ৭১ গোয়েন্দা সংবাদ। চুয়াডাঙ্গায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।

অন্য দলের নেতাকর্মীদের নিয়ে চলছে রাবি শাখা ছাত্র ইউনিয়ন।

মোঃ মেহেদী হাসান মুন্না, বিভাগীয় ব্যুরো প্রধান, রাজশাহী:

ছাত্রদল ও ছাত্র অধিকার পরিরষদের নেতাকর্মীদের নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়ন পরিচালনার অভিযোগ উঠেছে। সংগঠনটির একাংশের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত ১ নভেম্বর রাবি শাখার প্রচার উপপরিষদ সাব্বির খান খান জিয়াম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্মেলনের তারিখ জানানো হয়। বিজ্ঞপ্তিতে সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য রাবি শাখার আহ্বায়ক মো. জান্নাতুল নাঈমকে চেয়ারম্যান ও যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেনকে আহ্বায়ক করে নয় সদস্যের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়।

চেয়ারম্যান জান্নাতুল নাঈমের বিরুদ্ধে ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। আর আহ্বায়ক রাকিব হোসেন এক সময় ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদ করতেন। তিনি ২০২২ সালে ছাত্র অধিকার পরিষদের কমিটিতে সাধারণ সম্পাদক পদে ছিলেন ।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৩০ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য সাংগঠনিক সফরে এসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ছাত্র ইউনিয়ন রাবি সংসদের আহবায়ক জান্নাতুল নাঈমকেও ছাত্রদল নেতাকর্মীদের সাথে দেখা যায়।

এদিকে ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেনের নামেও উঠেছে নানা অভিযোগ। রাকিব হোসেন এক সময় ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদ করতেন। ২০২২ সালে ১৭ মার্চ ছাত্র অধিকার পরিষদের কমিটিতে সাধারণ সম্পাদক পদ পান তিনি। তবে দলের সাথে ঝামেলা হওয়ায় গুঞ্জন শোনা যায়। পরে ছাত্র অধিকার পরিষদ ছেড়ে ছাত্র ইউনিয়নে যোগ দেন তিনি। বছর না যেতেই দলের যুগ্ন আহবায়কের পদও পান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে মো. জান্নাতুল নাঈম বলেন, আমি শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ভিড় দেখে কি হয়েছে দেখতে গিয়ে দেখি ছাত্রদলের প্রোগ্রাম। এসময় সাংবাদিকরা আমার ছবি তুলে ফেলেন। আমি ছাত্রদলের সাথে সংশ্লিষ্ট না।

এ বিষয়ে জানার জন্য শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক রাকিব হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।

সার্বিক বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাগীব নাঈম বলেন, নাঈম আমাদের সংগঠনে কলেজ শাখা থেকেই ছিল। তিনি এখনও আমাদের সংগঠনের সাথে আছে। আর রাকিব পূর্বে আমাদের সংগঠনে ছিল। আমাদের সংগঠনের কার্যক্রম স্তিমিত থাকার কারণে তিনি অন্য সংগঠনে যুক্ত ছিল। এখন আমাদের সংগঠনের সাথেই কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।